অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

লক্ষ্য ছিল ১৩১ রানের। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন সংগ্রহ তাড়া করা কঠিন। তবু বাংলাদেশের মেয়েরা তা টপকে গেছে। ছিনিয়ে এনেছে ৭ উইকেটের জয়। তাতে যুব মহিলা বিশ্বকাপে যাত্রাটা জয় দিয়ে শুরু করেছে দিশা বিশ্বাসরা। প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়েই অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন বাংলাদেশের মেয়েরা।

বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস ভাগ্যে হারেন টাইগ্রেস অধিনায়ক দিশা বিশ্বাস। নামতে হয় ফিল্ডিংয়ে। তবে মারুফা আর তার আঁটোসাটো বোলিংয়ে মাত্র ১৩০ রানেই থেমেই যায় অসিদের ইনিংস। দলের পক্ষে ক্লেয়ার মুর ৫২ রান করেন। তার ব্যাট থেকে ৭টি চারের মার।

টাইগ্রেসদের হয়ে মারুফা আক্তার ও অধিনায়ক দিশা বিশ্বাস দুটি করে উইকেট শিকার করেছেন। রাবেয়া খান নিয়েছেন এক উইকেট।

এমন লক্ষ্য তাড়া করে জেতার আশাটা হয়তো দূর কল্পনাতেও ছিল না কোনো লাল-সবুজ সমর্থকের। কিন্তু ১৩১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১২ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন দিলারা আক্তার। এছাড়া সুমাইয়া আক্তার করেছেন ৩১ রান।

অসিদের হয়ে ক্লসি আইন্সওর্থ সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.