বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনের সড়কের দুই পাশে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। শনিবার রাতে এই তল্লাশি চৌকি বসানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। কেন এই তল্লাশি চৌকি বসানো হয়েছে তার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
তবে গতরাতে রাজধানীর বনানীসহ বিভিন্ন এলাকায় পুলিশ ‘ব্লক রেইড’ করেছে। এর মধ্যে বনানীর কাকলি এলাকার কয়েকটি আবাসিক হোটেলে তল্লাশি চালাতে দেখা গেছে। এ ব্যাপারে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, বনানীর  কাকলী এলাকায় জঙ্গি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা অবস্থান করছেন এমন সন্দেহে পুলিশের ‘ব্লকরেইড’ চলছে। রাত সাড়ে ১০টায় দেখা গেছে, বিমানবন্দর সড়কের কাকলী এলাকার কয়েকটি আবাসিক হোটেলে পুলিশ তল্লাশি চালাচ্ছে। উপ কমিশনার আব্দুল আহাদ পরে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজকে বলেন, প্রায় তিন ঘণ্টার এই অভিযানে আমরা কাউকে পাইনি। তবে আমরা যখনই কোনো তথ্য পাব তখনই অভিযান চালাব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.