
খলিস্তানি জঙ্গি হরপ্রিত সিংহ ওরফে হ্যাপি মালয়েশিয়াকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ২০২১ সালে লুধিয়ানা আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ হরপ্রিতের মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।
এনআইএ-র মুখপাত্র জানিয়েছেন, সূত্র মারফত খবর পেয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুর থেকে দিল্লি বিমাবন্দরে আসা হরপ্রিতকে আটক করা হয়েছিল। পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে তাঁকে গ্রেফতার করা হয়। অমৃতসরের বাসিন্দা হরপ্রিতের সঙ্গে বব্বর খালসা, খলিস্তান লিবারেশন ফোর্সের মতো বেশ কয়েকটি জঙ্গিগোষ্ঠীর যোগাযোগের প্রমাণ রয়েছে বলে এনআইএ সূত্রের খবর।