১৫ আগস্টের পর দেশে মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি চালু হয় : প্রধানমন্ত্রী

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার পর অবৈধভাবে হত্যা-ক্যু ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার পালাবদল শুরু হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছিল। পাকিস্তানি হানাদারদের দোসরদের ক্ষমতায় বসিয়েছিল। এ ছাড়া বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধে আইন করেছিল।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি আরও বলেন, ১৫ আগস্টের পর দেশে মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি চালু হয়। বঙ্গবন্ধুর খুনিকে যুক্তরাষ্ট্র লালন-পালন করে। তারা আবার মানবাধিকার নিয়ে কথাও বলে। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।
এর আগে, বিকেল ৩টায় সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর বেলুন ও পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।