বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে বাকেরগঞ্জ বাসস্টান্ডে উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজা খান বলেন, বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পর বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড নামেন। এ সময় তিনি দেখতে পান সমাবেশ থেকে ট্রাক, মাহিন্দ্র, অটোযোগে ফেরা বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীদের বাসস্ট্যান্ডে নামিয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি কালাম ডাকুয়ার লোকজন মারধর করেছেন। তিনি কালাম ডাকুয়ার কাছে লোকজনকে মারধর না করার জন্য অনুরোধ করলে তার ছোট ভাই হানিফ ডাকুয়াসহ কয়েকজন রাজা খানকে বেধড়ক মারধর করেন।