মিলিয়ে নিন, আপনিও এসব পাসওয়ার্ড ব্যবহার করছেন না তো?

নিরাপত্তার খাতিরে ব্যক্তিগত ডিভাইস এবং সামাজিক যোগযোগমাধ্যমের অ্যাকাউন্টে পাসওয়ার্ডের ব্যবহার এখন আর নতুন কিছু না। সাইবার হামলার হাত থেকে বাঁচতে নিরাপত্তা বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়ে আসছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে ব্যবহাকারীরা এখনও এ বিষয়ে সচেতন না।
সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নরপাসের পরিচালিত এক গবেষণায় দেখা যায়, শক্তিশালী পাসওয়ার্ডের তুলনায় এখনও মানুষ দুর্বল পাসওয়ার্ড বেশি ব্যবহার করছে। সেই সঙ্গে ছোট পাসওয়ার্ডের মাধ্যমে নিজেদের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্যগুলোকেও ঝুঁকির মধ্যে ফেলছেন ব্যবহারকারীরা।
নরপাসের পরিচালিত গবেষণা অনুযায়ী, ২০২২ সালে বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত ১০টি সাধারণ পাসওয়ার্ড হলো: password, 123456, 123456789, guest, qwerty, 12345678, 111111, 12345, col123456 এবং 123123।
বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত সাধারণ পাসওয়ার্ড হলো 123456। বিশ্বব্যাপী ১০ লাখেরও বেশি মানুষ এই পাসওয়ার্ড ব্যবহার করছে। অথচ এই পাসওয়ার্ড ক্র্যাক করতে হ্যাকারদের এক সেকেন্ডেরও কম সময় লাগবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ সাইন আপের জন্য পাসওয়ার্ড হিসেবে password ব্যবহার করে থাকেন। সেখানে দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত সাধারণ পাসওয়ার্ড হলো- 123456।
ভারতে বহুল ব্যবহৃত অন্যান্য পাসওয়ার্ডের মধ্যে রয়েছে 12345678, bigbasket, 123456789, pass@123, 1234567890, anmol123, abcd1234 এবং googledummy৷
প্রতিবেদনে বলা হয়, প্রতিবছরেই পাসপয়ার্ডের ক্ষেত্রে একই প্যাটার্ন খুঁজে পান গবেষকরা। এক্ষেত্রে খেলার দল, চলচ্চিত্রের চরিত্র এবং খাদ্য উপকরণ ব্যবহারকারীদের কাছে পাসওয়ার্ড হিসেবে প্রাধান্য পায়।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের পাসওয়ার্ডগুলোর মধ্যে ৭৩% (২০০টিরও বেশি) পাসওয়ার্ড ২০২২ সালে পরিবর্তন করা হয়নি। ২০২১ সালের তুলনায় ২০২২ সালের ৮৩% পাসওয়ার্ড এক সেকেন্ডেরও কম সময়ে ক্র্যাক করা সম্ভব।
বিশ্বব্যাপী ৩০টি দেশের ব্যবহারকারীদের পাসওয়ার্ড একত্রিত করে ৩ টেরাবাইট ডাটাবেস বিশ্লেষণ করে নরপাস এই গবেষণা চালিয়েছে। গবেষকরা তথ্যকে বিভিন্ন শ্রেণীতে লিপিবদ্ধ করে দেশ এবং লিঙ্গের উপর ভিত্তি করে পরিসংখ্যানগত বিশ্লেষণ চালিয়েছেন।
সুত্র, ঢাকা