জাল-জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেফতার ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসানের দুই দিনের রিমান্ড চায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার সকালে রিমান্ডের আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে এরতেজাকে।

এর আগে প্রতারণার অভিযোগে করা একটি মামলায় মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান- ২ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই সদরদফতরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম রাজধানীর খিলক্ষেত থানায় এ মামলা করেন। মামলাটি চলতি বছরের ১০ জানুয়ারি করা হয়েছিল।

তিনি আরো জানান, মামলায় এজাহারনামীয় তিন আসামি হলেন আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

সিআইপি মর্যাদার অধিকারী ড. কাজী এরতেজা হাসান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবেও তার নাম আছে। তিনি ভোরের পাতা ও দ্য পিপলস টাইম নামে দুটি গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.