বিএনপি এখনও সরকার পতনের আন্দোলনের ডাক দেয় নি : গয়েশ্বর রায়

বিএনপি এখনও সরকার পতনের আন্দোলন শুরু করেনি , চলমান বিভাগীয় সমাবেশ গুলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনজীবনে সংকটের  বিরুদ্ধে  প্রতিবাদের অংশ, এবং তারই ধাবাহিকতায় ঢাকায় সর্বশেষ সমাবেশটি হবে , এর বেশীকিছু নয় , আজ শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুলের সাথে টেলিফোনে এক সাক্ষাতকারে  বিএনপির অন্যতম নীতিনির্ধারক স্থায়ী কমিটির সদস্য  গয়েশ্বর চন্দ্র রায়  এ কথা গুলো বলেন ।

তিনি বলেন আমাদের কতিপয় নেতার মেঠো বক্তৃতার সুত্র টেনে ক্ষমতাসীনরা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি ছড়াচ্ছে, মেঠো বক্তৃতা কখনও নীতিনির্ধারণী বক্তব্য নয় , এটা নিয়ে মাঠ গরম করা বা ভয় পাওয়ার কিছু নেই । তিনি বলেন বিএনপি কখনও হঠকারী রাজনীতিতে বিশ্বাস করে না , বিএনপি একটি নিরেপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করছে এবং নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন আশা করে ।

গয়েশ্বর রায়  বলেন বিএনপির সমাবেশে ব্যাপক জনসমাগম প্রমাণ করে সরকারের প্রতি জনগনের আস্থাহীনতা , মানুষ বিএনপিকে বিকল্প হিসেবে পরিবর্তনের জন্য বেছে নিয়েছে ,  বিএনপি মানুষের আস্থাকে অবলম্বন করে  হঠকারিতা পরিহার  করে আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাবে ।

বিএনপির এই অন্যতম নীতিনির্ধারক    গয়েশ্বর রায় বর্তমানে সিলেটের জনসভায় যোগ দেয়ার জন্য সিলেটে রয়েছেন , তিনি শুদ্ধস্বর ডটকমকে আরও বলেন , পরিবহণ ধর্মঘট ছাড়া তাদের নেতাকর্মীরা জনসভায় আসতে তেমন কোন বাধার সম্মুখীন হয়নি , তবে গত পরশু সিলেটের    বিভাগের কয়েকটি এলাকায় সমাবেশের প্রস্তুতি সভা চলাকালে  পুলিশী হামলা ও গ্রেফতারের ঘটনা ঘটেছে । তিনি বলেন বিকল্প পথে নেতাকর্মীরা সিলেটে জনসভাস্থলে আসছে  দু তিনদিন আগে থেকেই , দলের প্রতি তাদের আনুগত্য ভালোবাসা আমাদেরকে অনুপ্রাণিত করেছে , গয়েশ্বর রায় আশা প্রকাশ করেন অন্যান্য বিভাগীয় সমাবেশের মতোই সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.