জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে সোনার বাংলা সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল শীতকালীন পিঠা উৎসব। জার্মানির বিভিন্ন প্রদেশের নানার প্রান্ত থেকে বাঙালিরা অংশ নেয় প্রাণবন্ত এই পিঠা উৎসবে।জার্মানিতে অবস্থানরত প্রবাসীরা তাঁদের নিজ নিজ বাড়ি থেকে বাঙালি ঐতিহ্যের আলোকে তৈরী বাহারি রকমের মুখরোচক পিঠা নিয়ে মেলায় অংশগ্রহণ করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নানান গঠনে ও বিভিন্ন রঙের পিঠা দেখে অনেকে আনন্দে বিস্ময় প্রকাশ করেছেন।

বিদেশের মাটিতে জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে আসা বাঙ্গালিদের এই উৎসব দেখে যে কেও মনে করবে এ যেন এক টুকরো বাংলাদেশে। বাহারি রকমের পিঠা আর উল্লেখযোগ্য হারে বাঙ্গালীদের অংশগ্রহণে পিঠা উৎসব হয়ে হয়েছিল প্রাণবন্ত। পিঠা উৎসবের অনুষ্ঠান পরিচালনা করেন কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাকির হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, ডলি হোসেন, নজরুল ইসলাম, ইয়াসমিন হোসেন, জাহিদ হোসেন। সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করে মঞ্চমাতান তাপসি রয়, ব্যান্ড অফ ব্রাদার্স, তনিমা তসলিম, শিরিন আলমসহ আরো অনেকে। বাঙালি ঐতিহ্য ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসের মাটিতে দিন দিন প্রসারিত হচ্ছে,যা বাঙালি ও বাংলাদেশিদের জন্য গর্ব। প্রবাসে অবস্থানরত বর্তমান এবং আগামী প্রজন্ম বাঙালি ঐতিহ্য তাদের চেতনায় লালন করে আগামীতে এই সংস্কৃতি প্রসারিত করবে এটাই বাঙালি প্রবাসীদের প্রত্যাশা।

ফাতেমা রহমান রুমা, শুদ্ধস্বর ডটকমের বিশেষ প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.