তাইওয়ান প্রণালীতে উত্তেজনার আবহে এ বার জাপানের আকাশসীমায় ঢুকে পড়ার অভিযোগ উঠল চিনা ফৌজের বিরুদ্ধে। বুধবার চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র একটি ড্রোন এবং দু’টি নজরদারি বিমান উপকূলবর্তী শহর ওকিনাওয়ার অদূরে জাপানের আকাশসীমায় ঢোকে বলে সে দেশের প্রতিরক্ষা দফতরের অভিযোগ।

জাপানের প্রতিরক্ষা দফতরের তরফে বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার থেকে মোট তিন বার চিনের বিজেডকে-০০৫ নজরদারি ড্রোন, ওয়াই-৯ গুপ্তচর বিমান এবং একটি টহলদারি বিমান ওকিনাওয়া এবং মিয়াকো দ্বীপের মধ্যবর্তী স্থান দিয়ে উড়ে গিয়েছে। হামলার আশঙ্কায় জাপান বিমানবাহিনীর যুদ্ধবিমান প্রস্তুতি শুরু করে। তবে চিনা টহলদারি বিমান আকাশসীমার অন্দরে না ঢুকে ফিরে যায়।

চিনা নৌবহরের সম্ভাব্য হামলা ঠেকাতে ওই অঞ্চলেই কয়েক মাস আসে আমেরিকার সপ্তম নৌবহরের সঙ্গে যৌথ যুদ্ধ মহড়া শুরু করেছে জাপান নৌসেনা। ‘ওরিয়েন্ট শিল্ড’ নামে সেই বার্ষিক যুদ্ধ মহড়ায় আমেরিকার নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ইউএসএস অ্যান্টিয়েটাম এবং ইউএসএস চ্যান্সেলরসভিল এখনও প্রশান্ত মহাসাগরের ওই অঞ্চলেই রয়েছে। এই পরিস্থিতিতে চর চিনা বিমানের এই ‘তৎপরতা’ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading