ডিএমপি কমিশনারকে যা জানালো বিএনপি

আগামী ১০ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশের ভেন্যু হিসেবে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনের সড়কের অনুমতি চেয়েছে দলটি। আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুমতি চায় বিএনপির প্রতিনিধি দল।
সাক্ষাৎ শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আগামী ১০ই ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের অনুমতি এবং সমাবেশে বিএনপি নেতাকর্মীদের আসতে বাধা দেয়াসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে ডিএমপি কমিশনারকে জানিয়েছি।
সমাবেশ করার জন্য আমরা নয়াপল্টনসহ কয়েকটি স্থানের নাম চিঠিতে জানিয়েছি। এর আগেও আমরা নয়াপল্টনে বড় সমাবেশ করেছি। ডিএমপি কমিশনার কে জানিয়েছি আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব।
ডিএমপি কমিশনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সমাবেশের স্থান জানাবেন বলে আশ্বস্ত করেছেন।
আজ দুপুরে মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে তিনি এ কথা বলেন।
আমান বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ সারাদেশে গ্রেপ্তার ও হয়রানি বেড়েছে। অহেতুক নেতাকর্মীদেরকে যেন গ্রেপ্তার করা না হয় এ বিষয়টি জানিয়েছি। কমিশনার বলেছেন তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।
বিএনপির প্রতিনিধি দলে আমান উল্লাহ আমান ছাড়াও দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন।