কাতার বিশ্বকাপে এশিয়ানদের আরেকটি রোমাঞ্চকর জয়। শেষের ভেলকিতে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দিলো ইরান। ৮৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েলস গোলরক্ষক ওয়াইন হেনেসি। যোগকরা সময়ে চমক দেখায় ইরান। তিন মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেয় দলটি। বিশ্বকাপে এটি মাত্র তৃতীয় জয় ইরানের। আর ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে প্রথম। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ২-১ এবং গত আসরে মরক্কোকে ১-০ গোলে হারিয়েছিল ইরান।
আগের ম্যাচেই ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে হেরে গিয়েছিল ইরান। তবে ওয়েলসের সঙ্গে ম্যাচের আগে দলীয় কোচ কার্লোস কুইরোজ বলে রেখেছিলেন, ‘ এবার ভিন্ন রূপে দেখা যাবে আমাদের।’
ম্যাচের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় ওয়েলসের ওপর আধিপত্য দেখিয়েই জিতেছে ইরান। ২১টি শট নিয়েছে দলটি।