সুইজারল্যান্ডের ডেলেমন্টে পৌর কমিশনার হলেন ৩ বাংলাদেশি বংশোদ্ভূত

সুইজারল্যান্ডের ডেলেমন্ট পৌরসভায় কমিশনার পদে নির্বাচন করে জয়লাভ করেছেন তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত। ধাপে ধাপে নির্বাচন শেষে গত ২৩ অক্টোবর সোশালিস্ট পার্টি থেকে তারা কমিশনার পদে জয়লাভ করেছেন।
ডেলেমন্ট পৌরসভায় কমিশনার পদে নির্বাচিত তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত হলেন- কাজী আসাদুজ্জামান, ইস্কান্দার আলী এবং জর্ডান আলী। এদের মধ্যে জর্ডান আলী ইস্কান্দার আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে। ইস্কান্দার আলী দীর্ঘ ২৪ বছর ধরে সুইজারল্যান্ডে বসবাস করছেন। আর কাজী আসাদুজ্জামানের বাড়ি ফরিদপুরে। তিনি দীর্ঘ ৩৪ বছর ধরে রয়েছেন সুইজারল্যান্ডে।
কাজী আসাদুজ্জামান শুদ্ধস্বর ডটকমকে জানান, পাঁচ বছর মেয়াদি প্যানেলভিত্তিক নির্বাচনে স্বতন্ত্র একটি প্যানেলসহ ছয়টি প্যানেল ছিল। এতে ৩৬ জন কমিশনার পদে নির্বাচনে জয়লাভ করেছে। জয়লাভ করা ৩৬ কমিশনারের মধ্যে তারা তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের বিজয়ে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে , মূল ধারার রাজনিতিতে সম্পৃক্ত হয়ে জয়লাভের জন্য ইউরোপের অন্যান্য দেশের বাংলাদেশী কমিউনিটির নেতারা তাদেরকে অভিনন্দন জানিয়েছেন ।