সিত্রাং পুরোটাই বাংলাদেশে আঘাত হানবে: ত্রাণ প্রতিমন্ত্রী

সিত্রাং পুরোটাই বাংলাদেশে আঘাত হানবে, ভারতে কোনো আঘাত হানবে না বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সোমবার দুপুরে সচিবালয়ের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান ।

প্রতিমন্ত্রী জানান, দেশের ১৩টি জেলায় ঘূর্ণিঝড়টি মারাত্মকভাবে আঘাত হানতে পারে। সব থেকে বেশি আঘাত হানবে বরগুনা এবং পটুয়াখালী।

চূড়ান্তভাবে সিত্রাং কখন বাংলাদেশে আঘাত আনবে জানতে চাইলে তিনি বলেন, আবহাওয়া বৃত্তের মতে সিত্রাং আগামীকাল সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে আঘাত হানবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.