সম্মেলন ঘিরে বিএনপির কাউকে গ্রেপ্তার করা হয়নি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেপ্তার হয়নি’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ যাদের গ্রেপ্তার করছে, নিয়মিত প্রক্রিয়ায় করছে। যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাঙচুর করেছে, তাদের। সম্মেলনকে উদ্দেশ্য করে কোনো গ্রেপ্তার হয়নি।’

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশেকে ‘পরিবহন ধর্মঘট’ ব্যাপারে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না, কেন বাস মালিকরা বাস বন্ধ করেছে। সেটা আমাদের জানার বিষয় না।’

বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.