শুধু ডিসেম্বর নয়, সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমীর খসরু

শুধু ডিসেম্বর নয়, সরকারের পতনের আগ পর্যন্ত মাঠের আন্দোলনে থাকবে বিএনপি; এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় সংগঠনটি।

তিনি বলেন, যারা জীবন বাজি রেখে আন্দোলনে নামে তাদের রুখে দেয়া সম্ভব না। জনগণকে ভয় পায় বলেই সরকার গণসমাবেশের পূর্বে ধর্মঘট ডাকছে।

জনপ্রিয়তা নয়, প্রতিরোধ-আক্রমণ-গুম-খুনের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে আছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.