বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদার বলেছেন, রেল শ্রমিকদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। কাজেই তাদের স্থায়ী করার কোনো সুযোগ নেই। তাদের আন্দোলনের কোনো ভিত্তি নেই।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, শ্রমিকদের সঙ্গে আমাদের কোনো বৈঠক হবে না। কাজ নেই, তাই শ্রমিকদের প্রয়োজন নেই। তবে আবার কাজ এলে তখন আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেব।

এদিকে অস্থায়ী শ্রমিকদের সঙ্গে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। তাদের রেলভবনে যাওয়ার অনুমতিও মেলেনি।

চাকরি স্থায়ী করার দাবিতে টানা তিন দিন ধরে চলছে রেলওয়ের অস্থায়ী সাত হাজার শ্রমিকের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ থেকে আসা রেল শ্রমিকরা কমলাপুর স্টেশনের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

তারা নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন। এ সময় চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন-ভাতা দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ রেলওয়েতে অস্থায়ী কর্মরত শ্রমিকদের পদগুলো হচ্ছে- মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, গেট কিপার, লোকোখালাসী, ওয়েম্যান, ক্যারেজ খালাসী, সিগন্যালিং ইলেকট্রিক্যাল, ট্রান্সপোর্টেশন, পোর্টার, পয়েন্টসম্যান ইত্যাদি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.