ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে বাড়িঘর পরিষ্কার রাখতে এবং পানি জমতে না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩১ অক্টোবর) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, বৈঠকে ডেঙ্গু নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। সেজন্য মন্ত্রিপরিষদের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীও রিকুয়েস্ট করেছেন, তা হলো সবার বাড়িঘর যেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়, বিশেষ করে যেন পানি জমতে না পারে।

এ ছাড়া মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বয় করে প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে ডেঙ্গু রোগী ছিল ১ লাখ।ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার মানুষ। এরমধ্যে ঢাকায় ২৩ হাজার, চট্টগ্রামে ৪ হাজার, খুলনায় ১ হাজার ৬০০, সিলেটে ৫৩ জন। এ ছাড়া ডেঙ্গুতে ১৪১ জন মারা গেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.