চার মাসেই ‘সাধ’ খেলেন মাহি

 অন্তঃসত্ত্বা হওয়ার চার মাসেই সাধের আয়োজন করা হলৈা চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্য।

গত শনিবার (২২ অক্টোবর) রাতে সাধের আয়োজনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মাহি।

ক্যাপশনে তিনি লিখেন, ‘গ্রাম্য সাধ। যদিও এখনও টাইম হয় নাই। আহ্ সবার হাসিতে এক অন্যরকম শান্তি পাচ্ছি।’

নায়িকার সেই পোস্টে শোবিজ তারকাদের পাশাপাশি নেটিজেনরা হবু মায়ের সুস্থতা ও অনাগত সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন।

এর আগে বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে গত ১২ সেপ্টেম্বর ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.