আয়েবার প্রেসিডেন্ট ড: জয়নুল আবেদীন ও মহাসচিব এনায়েত উল্লাহ কাজীপুনর্নির্বাচিত

ইউরোপের মধ্যে আন্তঃদেশীয় শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার ( AEBA ) পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিন ও মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী এনায়েত উল্লাহ । রবিবার ১৬ অক্টোবর ২০২২ রিপাবলিক অফ চেকের রাজধানী প্রাগে ট্রেসিন্ড ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিশাল হল রুমে আয়োজিত আয়েবার তৃতীয় গ্র্যান্ড কনভেনশন অনুষ্ঠিত হয়েছে । প্রধান অতিথি উপস্থতিত ছিলেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদুত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া , আয়েবার সভাপতি ডক্টর ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন স্বাগত ভাষণ দেন , আরও বক্তব্য রাখেন আয়েবার মহাসচিব এনায়েত উল্লাহ কাজী ইনু , রানা তাসলিম উদ্দিন,ওমর ফারুক ,ফখরুল আকম সেলিম , আহমেদ ফিরোজ,,এম এ রব মিন্টুসহ আরো অনেকে বক্তব্য বক্তব্য রাখেন।
এই গ্র্যান্ড কনভেনশনের শেষ অধিবেশনে নির্বাচন কমিশনার মাহবুব সিদ্দিকী, তাদের নাম ঘোষণা করেন। পরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা বাংলাদেশের উন্নয়নে দেশে রেমিট্যান্সের প্রবাহ আরও বাড়ানোসহ প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শেষ অধিবেশনে বক্তব্য রাখেন আয়োজক প্রাগের বিশিষ্ট ব্যবসায়ী আজহার কবির বাবু। সবশেষে গালা ডিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইউরোপের জনপ্রিয় শিল্পীরা ।
আয়েবার এ কনভেনশনে স্বাগতিক দেশ ছাড়াও ফ্রান্স, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা,ও সাংবাদিকগণ যোগ দেন ।
এর আগে শনিবার সকালে কনভেনশন উদ্ধোধন করেন চেক প্রজাতন্ত্র ও জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় তিনি টেকসই অভিবাসনকে উৎসাহিত করার ক্ষেত্রে বাংলাদেশের সরকারের সাথে আয়েবার নিবিড় সম্পর্ক স্থাপনের ওপর জোর দেন, এবং প্রবাসীদেরকে প্রত্যেক দেশের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের ভোটার আইডি কার্ড দেয়ারও দাবি জানানো হয় । বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় দেড় কোটিরও বেশি প্রবাসী বিভিন্ন দেশে বসবাস করছেন তারা যেন তাদের ভোট প্রয়োগ করার অধিকার থেকে বঞ্চিত না হয়, সেজন্যে দূতাবাসগুলোর মাধ্যমে যেন ভোট প্রয়োগ করতে পারে সে ব্যাপারেও আলোচনা করেন, বক্তব্যরত বক্তারা এছাড়াও প্রবাসীদের জন্য প্রবাসী সুরক্ষা আইন তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দাবি জানানো হয় এ কনভেনশন থেকে।
আঁখি সীমা কাউসার, রোম , ইটালি থেকে ।