আজকাল রণবীর জামাকাপড় পরছে না : সঞ্জয় দত্ত

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। তার সেন্স অব হিউমার নিয়ে অনুরাগীদের অনেকেই জ্ঞাত। সবার মুখে তালা ঝুলিয়ে দেওয়ার মতো উত্তর দিতে তার জুড়ি নেই। এবারও একই কাজ করলেন তিনি।

সম্প্রতি একটি শো-তে সঞ্জয় দত্তকে জিজ্ঞেস করা হয়, তার অভিনীত ‘খলনায়ক’ সিনেমার রিমেক করতে হলে বর্তমান সময়ের কোন অভিনেতাকে তিনি পছন্দ করবেন। অপশন হিসেবে রণবীর সিং, রণবীর কাপুর ও ভিকি কৌশলের নাম উল্লেখ করা হয়। তবে রণবীর সিংয়ের নাম শুনেই সঞ্জয় বলে ওঠেন, রণবীর সিংকে আমি চাইব না। কারণ আজকাল সে জামাকাপড় পরছে না।

প্রসঙ্গত, গেলো জুলাই মাসে প্রকাশিত ‘পেপার ম্যাগাজিন’র এক ফটোশুটে পুরো নগ্ন অবস্থায় ধরা দেন রণবীর সিং। তার সেই ছবিগুলো প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। শুধু তর্কেই থেমে থাকেনি, ওই ফটোশুটের কারণে প্রথমে থানায় অভিযোগ, পরবর্তীতে এক নারী রণবীরের বিরুদ্ধে মামলাও দায়ের করেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.