মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগে থেকেই গানে গানে আলোচিত সিনেমাটি প্রেক্ষাগৃহগুলোতে হাউজফুল গিয়েছে। পাশাপাশি বিক্রি হয়েছে অগ্রিম টিকিটও। তবে এই সিনেমায় একটি শালিক পাখিকে আটকে রাখার দৃশ্য নিয়ে পরিবেশবাদীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

বুধবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে মামলা হয়। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর অসীম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালত মামলাটি প্রত্যাহারের আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন খান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ আগস্ট বাদী বন্য প্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে আদালত এ বিষয়ে রায়ের জন্য এই দিন ধার্য করেছিলেন।

মামলা প্রত্যাহারের আবেদনে বলা হয়, বাদী মামলাটি বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ৩৮(১), ৩৮(২), ৪১ এবং ৪৬ ধারায় দায়ের করেন। আসামি হাওয়া সিনেমায় ব্যবহৃত বন্য প্রাণী সম্পর্কে অবগত ছিলেন না। বন্য প্রাণী ব্যবহার করলে যে অপরাধ হয়, এ বিষয়ে তিনি জানতেন না। তিনি সিনেমায় বন্য প্রাণী ব্যবহার সম্পর্কে দুঃখ প্রকাশ করে বিষয়টি নিষ্পত্তির জন্য আবেদন করেন। পরে বাদী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলাটি প্রত্যাহার কর‍তে সম্মতি জানান।

প্রসঙ্গত, ‘হাওয়া’ সিনেমায় শালিককে আটকে রাখার দৃশ্য নিয়ে ৩৩টি পরিবেশবাদী সংগঠন বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। তারা সিনেমা থেকে দৃশ্যটি বাদ দেওয়ার দাবিও তোলেন তখন।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading