সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ফার্মগেট সড়কে শিক্ষার্থীরা

সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে তারা এ কর্মসূচি পালন করছে। বৃষ্টির মধ‌্যেও তাদের এ কর্মসূচি পালন করতে দেখা গেছে।

হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে সড়কে দাঁড়িয়ে ‘উই ওয়ান জাস্টিস’ ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে’ বলে স্লোগান দেয়। এতে ফার্মগেটের পূর্ব পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে এক পাশের সড়ক অবরোধ করায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।

উল্লেখ্য রোববার (১১ সেপ্টেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আলী হোসেন নামে এক শিক্ষার্থী মারা যায়। তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলো সে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.