মাহি মা হবেন, বাজি ফুটাবেন পরীমনি

মাহিয়া মাহি মা হচ্ছেন। গতকার সোমবার দেওয়া এক ফেইসবুক স্ট্যাটাসে মাহিয়া মাহি নিজেই জানিয়েছেন তিনি মা হচ্ছেন।

মাহির মা হওয়ার সংবাদে চিত্রজগতের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার শুভেচ্ছা জানালেন ঢালিউডের আরেক চিত্রনায়িকা পরীমনি।

মাহিয়া মাহি মা হচ্ছেন সংবাদটি জানার পর একটু বেশিই খুশি হয়েছেন মাসখানেক আগে মা হওয়া এই চিত্রনায়িকা।

মাহিকে শুভকামনা জানিয়ে একটি স্ট্যাটাস পরীমনি লিখেন: ‘অভিনন্দন মাহিয়া সরকার মাহি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

এখানেই শেষ নয় পরীমনি এই আনন্দ কীভাবে উদযাপন করবেন সেকথাও লিখেছেন তিনি। ‘দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইইই…। অনেক দোয়া, অনেক ভালোবাসা।’

মাহিকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা পূর্ণিমা, নিপুণ, আঁচল, জাহারা মিতু, নায়ক নিরব, ইমনসহ আরো অনেকে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি তার দ্বিতীয় বিয়ে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.