মালিতে আইএসের হামলায় ৩০ বেসামরিক লোক নিহত

মালিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থিত একটি সশস্ত্র সংগঠনের হামলায় ৩০ জনের মতো বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহে বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্তসংলগ্ন মালির একটি সহিংসতাকবলিত শহরে হামলাটি হয়।
গাঁও অঞ্চলের তালাতায়ে শহরের কাছে গত মঙ্গলবার জঙ্গিরা ওই হামলা চালায়। এ এলাকাটি দীর্ঘদিন ধরে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে সহিংসতার একটি উত্তপ্ত ক্ষেত্র হয়ে আছে।
জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানোর পাশাপাশি দোকানপাট লুট করে ও খাদ্য মজুতে আগুন ধরিয়ে দেয়, এ সময় তাদের তিন যোদ্ধাও নিহত হন। এখন পর্যন্ত কেউ-ই এ হামলার দায় স্বীকার করেনি।
সূত্র: রয়টার্স