বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা করেছে: ডিসি

রাজধানীর মিরপুরে সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা করেছে বলে দাবি করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি জসীম উদ্দিন।

ডিসি বলেন, মিরপুর-৬ রোডে বিএনপির সমাবেশের পাশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকসভায় যাচ্ছিলেন। তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের ওপর হামলা করে। এ সময় পুলিশ আওয়ামী লীগের লোকদের সরিয়ে দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের কয়েকজন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মিরপুরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিকে বিএনপির নেতাদের দাবি, আওয়ামী লীগ তাদের ওপর হামলা করেছে। তখন পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

বিএনপি নেতাদের এই দাবির বিষয়ে জানতে চাইলে ডিসি জসীম উদ্দিন বলেন, তারা তাদের রাজনৈতিক বক্তব্য দিয়েছে। তারা কী বক্তব্য দিয়েছে জানি না। আপনারা দেখেছেন তারা আমাদের ওপর অতর্কিত হামলা করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.