তিনটি রাশিয়ার তেল পরিশোধনাগার নিয়ন্ত্রণে নিয়েছে জার্মানি

রাশিয়ার তিনটি তেল পরিশোধনাগার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে জার্মান সরকার। জার্মানিতে রাশিয়ার রসনেফটসের তিনটি তেল পরিশোধন কোম্পানি রয়েছে।

শুক্রবার ব্রেন্ডেনবার্গের পিসিকে শোয়েডট পরিশোধনানগার প্রতিষ্ঠানকে জাতীয় জ্বালানি নিয়ন্ত্রকের কাছে হস্তান্তর করে জার্মান সরকার। খবর ওয়াসিংটন পোস্ট, বিবিসির।

জার্মানের উত্তর-পূর্বাঞ্চলের অনেক কোম্পানি বার্লিনের ৯০ শতাংশ জ্বালানির জোগান নিশ্চিত করে থাকে। এর মধ্যে রসনেফট বেশিরভাগ তেল সরবরাহ করে।

জার্মানির অর্থমন্ত্রী বলেন, জার্মান সরকারের এই পদক্ষেপ হচ্ছে, জ্বালানি নিরাপত্তার হুমকির বিষয়টির পাল্টা উদ্যোগ। এর আগে গত এপ্রিলে রাশিয়ার গ্যাস জায়ান্ট গ্যাজপ্রমের নিয়ন্ত্রণ নিয়েছিল জার্মান সরকার।

অর্থমন্ত্রী বলেন, জরুরি মুহূর্তের সেবাদাতা ও গ্রাহকরা রসনেফটের সঙ্গে হুমকির মধ্যে কাজ করতে চাচ্ছেন না। তাই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দ্য শোয়েডট পরিশোধননাগার হচ্ছে জার্মানির চতুর্থ বড় জ্বালানি শোধনাগার। এ শোধনাগার থেকে বার্লিন ও আশপাশের এলাকায় পেট্রোল, ডিজেল ও এভিয়েশন জ্বালানি সরবরাহ হয়। এ প্রতিষ্ঠান রাশিয়া থেকে কাঁচা তেল সংগ্রহ করত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.