খিলগাঁওয়ে বিএনপির সমাবেশ চলছে

চাল, ডাল, জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় নারায়ণগঞ্জে দলীয় নেতাকর্মীদের নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর জোড়া পুকুর খেলার মাঠে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.