ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। সোমবার (৮ আগস্ট) পরীক্ষা-নিরীক্ষার তার ডেঙ্গু শনাক্ত হয়। কিন্তু অসুস্থ শরীর নিয়েও শুটিং করছেন এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার কঙ্গনার ডেঙ্গু ধরা পড়ে। তার রক্তে শ্বেতকণিকা কমে গেছে। তার শরীরে প্রচন্ড জ্বর রয়েছে। এ পরিস্থিতিতেও ‘ইমার্জেন্সি’ সিনেমার শুটিং করছেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান মণিকর্ণিকা ফিল্মসের অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘যখন তোমার ডেঙ্গু জ্বর হয়, রক্তে শ্বেতকণিকার পরিমাণ মারাত্মকভাবে কমে যায়, শরীরে প্রচন্ড জ্বর— তারপরও তুমি কাজ করছো। এটাকে প্যাশন বলে না, এটি পাগলামি।’

১৯৭৫-১৯৭৭ সাল ভারতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ সময়। তৎকালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এ অবস্থার মূল পরামর্শদাতা ছিলেন ভারতের তদনীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

জরুরি অবস্থার ঘোষণা আদপে ঠিক নাকি ভুল তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। বিতর্ক রয়েছে সেই সময় ঘটা নানা ঘটনা নিয়েও। সেসবই ‘ইমার্জেন্সি’ সিনেমায় তুলে ধরতে চান কঙ্গনা। এ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading