
ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে দুই ম্যাচ শেষে ১-১ সমতায় রয়েছে সিরিজ।
উইন্ডিজের জয় পাওয়ার পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব বাঁ-হাতি পেসার ওবেড ম্যাককয়ের। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে যেকোনো বোলারের মধ্যে রেকর্ড ফিগার অর্জন করেছেন এই উইন্ডিজ পেসার। প্রথম বোলার হিসেবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন ম্যাককয়।
এছাড়াও উইন্ডিজদের জন্যও ম্যাককয়ের এই ফিগার সবার সেরা। এর আগে বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ পেসার কেমো পলের ১৫ রানের বিনিময়ে ৫ উইকেট ছিল উইন্ডিজদের মধ্যে সেরা ফিগার।
এর আগে ভারতের বিপক্ষে ওয়ানিন্দু হাসারাঙার ৯ রানের বিনিময়ে ৪ উইকেট ছিল সবচেয়ে আকর্ষণীয় ফিগার। তবে সেইন্ট কিটসে ম্যাককয় ভারতের ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিয়ে ১৭ রানের বিনিময়ে নিয়েছেন ৬ উইকেট।
ম্যাককয়ের ব্যক্তিগত ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে সেইন্ট কিটসে আগে ব্যাট করতে নেমে ১৩৮ রানে থেমে যায় ভারত। আকাশী নীল জার্সিধারীদের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেছেন হার্দিক পান্ডিয়া। এছাড়াও রবীন্দ্র জাদেজা ২৭, ঋষভ পান্ত ২৪ রান করেছেন। উইন্ডিজের পক্ষে ম্যাককয়ের ৬ উইকেটের পাশাপাশি জেসন হোল্ডার নিয়েছেন ২ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজ ওপেনার ব্র্যান্ডন কিংয়ের ফিফটি ও ডেভন থমাসের ঝড়ো ত্রিশোর্ধ্ব ইনিংসে সহজ জয় পায় স্বাগতিকরা। কিং ৫২ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৮ রান করেছেন। শেষদিকে থমাস ১৯ বলে ১ চার ও ২ ছয়ে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ভারতের পক্ষে পাঁচ বোলার ৫ উইকেট শিকার করেছেন।