বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি যুবলীগ চেয়ারম্যানের

বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শুক্রবার (২৬ আগস্ট) বাড্ডা হাইস্কুল মাঠে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

যুবলীগ চেয়ারম্যান বলেন, এ মাসেই খালেদা জিয়া তার শাসনামলে বার বার রক্তের কালিমা লেপেছে। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে বিএনপির মদদে একযোগে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি।

এ সময় বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে ফজলে শামস পরশ বলেন, নির্বাচন কমিশন যেভাবে জামায়াত-শিবিরের দলীয় নিবন্ধন বাতিল করেছে, সেভাই বিএনপির দলীয় নিবন্ধন বাতিল করে তাদের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.