নিজস্ব প্রযুক্তির ড্রোনের সফল পরীক্ষা চালাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের উদ্বেগ-উৎকণ্ঠা উপেক্ষা করেই নিজস্ব প্রযুক্তির ড্রোনের সফল পরীক্ষা চালাচ্ছে ইরান। দুই দিনব্যাপী চলবে সামরিক শক্তিমত্তা প্রদর্শন। চালকবিহীন দেড়শো যুদ্ধযান মহড়া চালাবে উপসাগরীয় সমুদ্রাঞ্চল এবং আশপাশের এলাকায়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিমান বাহিনীর সক্ষমতা এবং অত্যাধুনিক রণকৌশল খতিয়ে দেখতেও চালানো হচ্ছে কসরত।

সম্প্রতি ইরান-ইরাক-সিরিয়া-ইয়েমেন নজরদারি ড্রোনের ব্যবহার বাড়িয়েছে হরমুজ প্রণালীতে।

চলতি মাসেই যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইরানের কাছ থেকে শতাধিক ড্রোন কিনেছে রাশিয়া। খুব শিগগিরই সেগুলো নামানো হবে লড়াই’র ময়দানে। বিষয়টি সাফ অস্বীকার করেছে ইরান ও রাশিয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.