জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৮. ৫৬ মিনিটে জাতীয় স্মৃতি সৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন, পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ডেপুটি স্পিকার। সকাল ১০ টার দিকে স্মৃতিসৌধ ত্যাগ করেন তিনি।

ডেপুটি স্পিকারের সঙ্গে ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি আশুলিয়া) আনোয়ার হোসেনসহ পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতা কর্মীরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.