জাতীয় শোক দিবসে সাকিব-তামিম-মুশফিকদের শোক

১৯৭৫ সালের আজকের দিনে ঘাতকদের নির্মম বুলেটে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে শহীদ হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রাণ হারান তার পরিবারের আরও অনেকে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর বর্তমানে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে দেশ-বিদেশে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন স্তরের মানুষ শোক জানাচ্ছেন। পিছিয়ে নেই দেশ ক্রিকেটাররাও। বাংলাদেশ ক্রিকেটে শীর্ষ তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমরা শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব লিখেন, এই দিনে পৃথিবী হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যেন আমরা সবাই সগর্বে বলতে পারি যে এই দেশটি আমার। জাতীয় শোক দিবসে সমগ্র জাতির সাথে আমরাও সমবেদনা প্রকাশ করছি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তামিম লিখেন, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের অন্যান্য শহীদদের।

উইকেটরক্ষক-ব্যাটার মুশফিক লিখেন, জাতির জনক আমাদের জন্য যা করেছেন তা আমরা কখনোই ভুলবো না। আমরা শোকাহত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.