চালের দাম কমছে, আরও কমবে: খাদ্যমন্ত্রী

চালের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে, আগামী ১ সেপ্টেম্বর দেশব্যাপী ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হলে দাম আরও কমবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘চালের দাম কমতে শুরু করেছ। ‘গত সপ্তাহে যেটা বেড়েছে, সেটা কমতেছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর থেকে ওএমএস দেওয়ার আরও কমবে বলে আমরা আশা করতেছি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.