ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় তিন সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুরুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের সবাই ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। তারা সবাই চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।
নিহতরা হলেন: ছুপুয়া গ্রামের বাসচালক আবুল হাসেমের ছেলে লিমন, বদরপুর মধ্যপাড়া আব্দুল গফুরের ছেলে রাজ্জাক ও দুর্গাপুর মজুমদার বাড়ির হানিফ মিয়ার ছেলে সিফাত।
জানা যায়, তারা তিনজন বন্ধুর জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশাযোগে মিয়াবাজার যাচ্ছিলেন। পথে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।