আসিফের অন্যায় কথা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়: ন্যানসি

আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যান্সির মধ্যে গত কয়েক বছর ধরেই দ্বন্দ্ব চলছে। তাদের মধ্যকার বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। সম্প্রতি ন্যান্সির সাথে নিজের একটি ছবি পোস্ট করেন আসিফ।

তিনি সঙ্গে লিখেছেন, ‘ন্যান্সি আমাকে বললো ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজি হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যান্সির সাথে গল্পগানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি।’

তবে ন্যান্সি জানিয়েছেন পারিবারিক অনুষ্ঠানে তিনি আসিফ আকবরকে দাওয়াত করেছিলেন। কিন্তু তাকে ক্ষমা করেননি।

ন্যান্সি ফেসবুকে লিখেছেন, ‘আমার সর্বকনিষ্ঠ কন্যাকে দেখার উপলক্ষে অনেক তারকাদের মতো আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শিল্পী আসিফ আমাদের সবার প্রিয়। কিন্তু উনার আমার সাথে করা পূর্বের ধারাবাহিক মিথ্যে অসম্মানজনক অন্যায় কথা কোনোভাবেই আমার কাছে ক্ষমার যোগ্য নয়। নিরুপায় আমি আইনের দ্বারস্থ হবার পর বাকি বিষয় চলমান আদালতের বিচার প্রক্রিয়া, যা সিদ্ধান্ত নেবেন তাই হবে।’

ন্যান্সি আরও লিখেছেন, ‘আসিফ আকবরের সঙ্গে কোনো ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি, আসলেও করার প্রশ্নই আসে না। যথেষ্ট জল ঘোলা হয়েছে, আর নয়। আসিফ আকবরের আমার সঙ্গে গান প্রকাশের ইচ্ছে থাকলে সেটা একান্তই তাঁর নিজস্ব ইচ্ছে, আমার নয়। আমি আমার পূর্বের অ্যালবাম এর প্রাপ্য সম্মানি ফেরত চাই, সস্তা পাবলিসিটি নয়!’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.