আমার জান না ফেরার দেশে চলে গেলো: দিয়া মির্জা

প্রিয়জন হারিয়ে শোকস্তব্ধ বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।
সোমবার (১ আগস্ট) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন এই অভিনেত্রী। এতে নিজের ভাইয়ের মেয়ের মৃত্যু সংবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন তিনি।
দিয়া মির্জা লিখেছেন, ‘আমার ভাতিজি, আমার সন্তান, আমার জান— না ফেরার দেশে চলে গেলো। আশা করি তুমি যেখানেই থাকো শান্তি ও ভালোবাসা খুঁজে পাবে। সব সময় আমাদের মুখে হাসি ফুটিয়েছো। তোমার নাচ, হাসি ও গানে ওপারের জগত আরো আলোকিত করে তুলবে। ওম শান্তি।’
‘রেহনা হ্যায় তেরে দিল ম্যায়’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী তার পোস্টের সঙ্গে ভাতিজি তানিয়া কাকরের একটি প্রাণোচ্ছ্বল ছবিও শেয়ার করেছেন। তানিয়া কংগ্রেস নেতা ফিরোজ খানের মেয়ে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। দিয়ার ভাতিজির মৃত্যুতে শোক প্রকাশ করছেন এই অভিনেত্রীর ঘনিষ্ঠজনরা।
গত বছর ফেব্রুয়ারিতে বৈভব রেখিকে বিয়ে করেছেন দিয়া মির্জা। গত মে মাসে তাদের ছেলে অভ্যানের জন্ম হয়। সিনেমার কাজের দিক থেকে তরুণ দুদেজার ‘ধাক ধাক’ সিনেমার শুটিং করছেন এই অভিনেত্রী। এছাড়া অনুভব সিনহার ‘ভেদ’ সিনেমায় দেখা যাবে তাকে।