
রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল (বৃহস্পতিবার) ইউরোপীয় ইউনিয়ন পরিষদে ইইউ কমিশন রাশিয়ার ওপর এক গুচ্ছ নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব গ্রহণ করেছে।
সিআরআই এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেঃ রাশিয়া থেকে ইইউ’তে স্বর্ণ আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি প্রযুক্তি খাতেও নিষেধাজ্ঞার তালিকা বাড়ানো হবে; যাতে করে রাশিয়ার সামরিক এবং প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করা যায়।
এর প্রতিক্রিয়াই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বহু বছর ধরে ইইউ’র নিষেধাজ্ঞা নীতির কোনো ‘ভবিষ্যত নেই’ এবং তা ‘বৃথা’। কিন্তু এতে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা খাতে বিপর্যয় ‘আরো সুস্পষ্ট’ হয়েছে।
ওদিকে, ইইউ পরিষদ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব এড়ানোর জন্য ইইউ রাশিয়ার কিছু রাষ্ট্রায়ত্ত সত্ত্বার সঙ্গে কৃষিপণ্য বিনিময় এবং তৃতীয় দেশে তেল পরিবহন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।