
বলিউডের জনপ্রিয় সংগীতিশিল্পী কেকের মৃত্যুর একদিন পর প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভির ফুটেজ। এ শিল্পীর মৃত্যুর কয়েক মিনিট আগের ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।
এ ভিডিওতে দেখা যায়, হোটেলের লবিতে হেঁটে যাচ্ছেন কেকে। ধারণা করা হচ্ছে, লিফট থেকে নেমে ওই লবি দিয়ে হেঁটে ঘরে পৌঁছান তিনি। নিউ মার্কেট এলাকার ওই বিলাসবহুল হোটেলের সিসিটিভি ফুটেজে অবশ্য কেকেকে দেখে অসুস্থ মনে হয়নি। বরং স্বাভাবিক ছন্দে হেঁটে যাচ্ছেন। তার পাশে ছিলেন ম্যানেজার হিতেশ ভাট।
তবে লিফটে উঠার পর কেকে অসুস্থ বোধ করেন। লিফটের একটি স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, লিফটের বডিতে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন কেকে। যদিও লিফট থেকে নামার পর স্বাভাবিকভাবে হেঁটে হোটেল রুমে যান কেকে।
কেকের ম্যানেজার হিতেশ ভাট জানান, ঘরে ঢুকে একটি সোফায় বসতে গিয়ে পড়ে যান কেকে। তখন টেবিলের কোনায় মাথা লেগে কেটে যায়। হিতেশ চিৎকার করে হোটেলের কর্মীদের ডাকাডাকি শুরু করেন। ততক্ষণে অজ্ঞান হয়ে পড়েছেন কেকে। হোটেলকর্মীরা চিকিৎসককে ফোন করেন। চিকিৎসক বিপদ বুঝে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। এত অল্প সময়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না হওয়ায় হোটেলের গাড়িতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু যাত্রাপথেই সব শেষ হয়ে যায়।