
নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড়া এলাকায় লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুন) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।
নিহতরা হলেন- দেওভোগ মাদ্রাসা এলাকার ইকবালের ছেলে ইমতিয়াজ আহমেদ (১২) ও জাকির মিয়ার ছেলে মিহাদ হোসেন (১৪)। তারা দুজনই দেওভোগ মাদ্রাসায় লেখাপড়া করত।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘জুমার নামাজের সময় দুই কিশোর লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয়। প্রায় এক ঘণ্টা পর মিহাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেয়।’
তিনি আরো বলেন, ‘মিহাদের লাশ ভেসে উঠলেও নিখোঁজ ছিল ইমতিয়াজ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।’