
কক্সবাজারের রামুতে বালুবাহী পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী মো. জুবাইয়ের নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুবাইয়ের রাজারকুল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রামু তুলাবাগান হাইওয়ে থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে চাপা দেয় বালুবাহী পিকআপ। এ সময় গুরুতর আহত আরোহী জুবাইয়ের। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘাতক গাড়ি ও চালককে খুঁজে বের করা হচ্ছে।