
তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী কাণ্ড যেন থামছেই না। একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে শোবিজ অঙ্গনে। কথা রটেছে, এই দম্পতির সংসারে ভাঙন ধরেছে। তবে সেই কথা উড়িয়ে দিয়ে সানী জানালেন, তাদের ঘরে তৃতীয় সন্তান আসছে!
গতকাল সোমবার দিবাগত রাতে এ বিষয়ে একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে সানী বলছেন, ‘আমাদের ফুটফুটে দুটি সন্তান আছে। আরও একটি সন্তান আসছে ইনশাআল্লাহ। আমাদের সুখের সংসার। আমি আল্লাহকে হাজির-নাজির সাক্ষী রেখে কথাগুলো বলছি…।’
তাহলে কী সত্যি সানী-মৌসুমীর সংসারে নতুন অতিথির আগমন ঘটছে। জানতে যোগাযোগ করা হয় ওমর সানীর সঙ্গে।
তার ভাষ্য, ‘বিষয়টি পুরোই গুজব, ভুয়া একটি তথ্য। কথাটি আমি ওভাবে বলিনি, মাঝে অনেক কথা বলেছি। কিন্তু সেখান থেকে এডিট করে কথাটা ছড়ানো হয়েছে।’
তাহলে কী পুরো তথ্যটি মিথ্যা, উত্তরে এই চিত্রনায়ক বলেন, ‘১০০০%, যারা এই মিথ্যা তথ্য ছাড়াচ্ছেন তারা কেন এটা করছেন আমার জানা নেই। আমি কয়েক দিন ধরে অনেক গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছি। কে বা কারা এটা করেছে, তা ঠিকই আমি খুঁজে বের করব। আমার পরিবারকে এভাবে ছোট করার কোনো মানেই হয় না।’