
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১২ বছরের নিচে বয়সী শিশুরা হজে যেতে পারবে। এক্ষেত্রে তাদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনেরও প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার (৯ জুন) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ বা ২০২২ সালের সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাধীন ১২ বছরের নিচে হজযাত্রীদের পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরব যেতে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োজন হবে। ভিসা প্রাপ্তি সাপেক্ষে ১২ বছরের কম বয়সী হজযাত্রীরা হজে যেতে পারবেন।