
সম্প্রতি নারী ও শিশু ক্যাটাগরিতে অনুসন্ধানী সাংবাদিকতায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ লাভ করেন আনন্দ টিভির রিপোর্টার শওকত সাগর।
দেশবরেণ্য আটজন গুণী ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত জুরিবোর্ডের যাচাই-বাছাইয়ের পর সোমবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সিটিতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে আনন্দ টিভির এ রিপোর্টারের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বসুন্ধরা গ্রুপ্রের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান । একসঙ্গে প্রত্যেক বিজয়ীর মতো সাংবাদিক শওকত সাগরকে পুরুষ্কার হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকেলে মাদরাসার গরীব শিশুদের পড়াশোনার জন্য পুরুষ্কারের আড়াই লাখ টাকার চেকসহ দু’টি ফ্যান ও ১১টি কোরআন শরীফ রাজধানীর মিরপুরের ইসিবি চত্ত্বরের আহসানুল উলুম এস এম তাহফিজুল কোরআন মাদরাসায় দান করে দেন গণমানুষের সাংবাদিক খ্যাত আনন্দ টিভির রিপোর্টার এবং বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী শওকত সাগর।
এসময় উপস্থিত ছিলেন আনন্দ টিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ (নিউজ) মোস্তফা কামাল তোহা এবং আনন্দ টিভির ডেস্ক রিপোর্টার ইমরান খানসহ অন্যান্যরা।
সাংবাদিক শওকত সাগর বলেন , আমি আ্যওয়ার্ডটি পাওয়ার সাথে সাথে নিয়ত করেছিলাম গরীব ও পথশিশুদের জন্য কিছু একটা করবো। এ ভাবনা থেকেই এ মাদরাসায় পুরুষ্কারের অর্থ দিয়েছি। মাদরাসা কর্তৃপক্ষ এ অর্থ গরীব ও পথশিশুদের পড়াশোনা, থাকা ও খাওয়া-দাওয়ার জন্য ব্যয় করবে বলেও জানান তিনি।