
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও কলম উপহার দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ কেন্দ্রের সামনে ভর্তিচ্ছুদের এসব উপহার দেয় সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতাকর্মীরা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টার এ পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।