প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়ায় অনেকেই সরে গেছেন, আমাদের সমালোচনা করেছেন। সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু জামিলুর রেজা সরে যাননি। পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়ায় তিনি আমাদের পাশে ছিলেন। তিনি বেঁচে নেই। তিনি বেঁচে থাকলে পদ্মা সেতুটা দেখে যেতে পারতেন।’

আজ বুধবার সকালে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নির্ধারিত লিখিত বক্তব্য শেষে তিনি পুরনো সংবাদপত্র থেকে বিভিন্ন বিশেষজ্ঞ, অর্থনৈতিক বিশ্লেষকদের বক্তব্য পড়ে শোনান।

সেসব বক্তব্য পড়ে তিনি বলেন, ‘এসব বিশেষজ্ঞের কেন এত আত্মবিশ্বাসের অভাব আমি জানি না। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হবে কি না- তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছিলেন। পদ্মা সেতু হয়েছে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। গাড়ি নিয়ে এসে পদ্মা সেতু পার হয়ে যান।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মা সেতুর নির্মাণ কাজের গুণগত মানে আপস করা হয়নি। এই সেতু নির্মিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে। পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সর্বোচ্চ মান বজায় রেখে। পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানো ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম। সর্বোচ্চ ১২২ মিটার গভীর পর্যন্ত এই সেতুর পাইল বসানো হয়েছে। ভূমিকম্প প্রতিরোধ বিবেচনায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading