
বগুড়ার আদমদীঘি উপজেলায় মরিচ ক্ষেত পরিচর্যা করতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২টায় ওই যুবকের বাড়ির পাশের ফসলি মাঠে ঘটনাটি ঘটে।
নিহত জহুরুল উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বেলা ১২টার দিকে ওই যুবক বাড়ির পাশে মরিচ ও অন্যান্য সবজি ক্ষেত পরিচর্যা করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।