
দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্কিত না হলেও চিন্তিত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (২৬ জুন) রাজধানীর আইসিডিডিআরবিতে কলেরা টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
করোনা নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছিলাম মন্তব্য করে জাহিদ মালেক বলেন, আবারও সংক্রমণ বাড়তে শুরু করায় আমরা আতঙ্কিত না, তবে চিন্তিত।
তিনি বলেন, আমাদের টার্গেটকৃত প্রায় সবাইকে টিকার আওতায় আনা হয়েছে। সংক্রমণও এক শতাংশের নিচে এসেছিল এবং মৃত্যু প্রায় শূন্যের কোটায়। কিন্তু সংক্রমণ আবার ১৫ শতাংশে উঠে এসেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের এবং স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে। সবাইকেই মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।