
গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দারুণ নৈপুণ্যে ইন্দোনেশিয়াকে তাদেরই মাঠে ফিফা টায়ার-১ ম্যাচে রুখে দিল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করে লাল-সবুজের দল।
বুধবার বাংদুংয়ে প্রীতি ম্যাচে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ থেকে ২৯ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে সাত ম্যাচে দ্বিতীয়বার ড্র করল বাংলাদেশ।
খেলার ১১তম মিনিটেই এগিয়ে যেতে পারতো ইন্দোনেশিয়া। তবে আসনাওয়ি ম্যাংকুলামের থ্রো থেকে ফাসরুদ্দিনের হেড ঠেকিয়ে দেন জিকো। দুই মিনিট পর সাদ্দিল রামদানির জোরাল শটও আটকান বাংলাদেশ গোলরক্ষক।
ম্যাচের ২১তম মিনিটে শট নেন স্টিফানো জানতজি। কিন্তু জিকোর গায়ে লেগে যায় বাইরে বল। ২৫তম মিনিটে অবশ্য বাংলাদেশ আক্রমণ করে। রাকিব হোসেনের জোরাল শট গোলকিপার রুখে দেন।
বিরতির পর ৫৪তম মিনিটে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি-কিকে সাজ্জাদের নেওয়া শট প্রতিহত হয়। কিছুক্ষণ পর স্টিফেনোর হেড জিকো ফিস্ট করে প্রতিহত করেন। ৭৩তম মিনিটে ইন্দোনেশিয়া বল জালে জড়ায়। তবে তাতে অফসাইডের বাঁশি বাজে।
খেলার ৮৭তম মিনিটে আবারও হতাশ হয় স্বাগতিকরা। দিমাস দ্রাজাদের হেড ক্রসবারের উপর দিয়ে যায়।
আগামী ৮ জুন থেকে এশিয়ান কাপের বাছাই মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুরু হবে। যেখানে বাছাইয়ে বাংলাদেশের তিন প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়া।